আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের উইকেটকিপার এবং একাধিক টেস্টে বদলি হিসাবে অধিনাকয়ত্ব করা কেএল রাহুল ও বলি অভিনেত্রী আথিয়া শেট্টি। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের জমকালো অনুষ্ঠান। বিয়েটি সম্পন্ন হবে আথিয়ার বাবা সুনীল শেট্টির খান্ডালার বাংলোতে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে ককটেল পার্টি থেকে শুরু করে মেহেন্দি ,সঙ্গীত , হলদি সহ নানা ধরণের আচার – অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হল ককটেল পার্টি দিয়ে। এছাড়া বিয়ের যাবতীয় রীতিনীতি আথিয়া ও রাহুলের পরিবার দেখভাল করছে। রবিবার গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়েই বিয়ে সম্পন্ন হবে। সূত্রের খবর ,দুজনের পরিবার ,বন্ধুবান্ধবদের জন্য দুটি রিসেপশনের আয়োজন করা হয়েছে । অর্থাৎ বিয়ে এবং বৌভাত যেভাবে হয়ে থাকে তার মতোই এই রিসেপশন দুটি হবে মুম্বই ও বেঙ্গালুরুতে । রিসেপশনে উপস্থিত থাকবেন ক্রিকেট মহলের খেলোয়াড়রা এবং বলি জগতের অনেক তারকাই । ফলে রাহুল -আথিয়ার বিয়ে দুই জগতেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ।
