ইভিএম নিউজ ব্যুরোঃ মিড ডে মিলে মরা ইঁদুর,টিকটিকি পাওয়ার  বিতর্ক কাটিয়ে এবার পড়ুয়াদের পাতে পড়ল গরম পিঠে পুলি। ভাত,ডাল, ডিমের বদলে  পিঠেপুলি পরিবেশন করা হল। শুনে অবাক হচ্ছেন তো? মঙ্গলবার ঠিক এমনই  দৃশ্য দেখা গেল হুগলীর গোঘাট ১ নম্বর ব্লকের চালতা হাই স্কুলে। প্রায় তিনশোর বেশি ছাত্র-ছাত্রীদের পিঠেপুলি খাওয়ালেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ মিড ডে মিলের কর্মীরা। এক ঘেয়েমি ভাতের বদলে পাতে পড়ল রকমারি পিঠেপুলি। কোনও কোনও পিঠেতে নারকেলের পুর, কোনওটায় আবার মুগ ডাল, কোনোওটায় আবার সবজির পুর।এর সঙ্গে উপরি পাওনা ছিল নলেন গুড়ের পায়েস।

স্কুলে বসে পাত পেরে  পিঠেপুলির মজা নিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্থ ছাত্র-ছাত্রীরা।খবরটি  প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। শীতের শেষে এইরকম স্বাদ বদলে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে স্কুলের এই অভিনব উদ্যোগে উচ্ছ্বসিত সমস্থ অভিভাবকরাও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর