রাজীব ঘোষ, ৩ সেপ্টেম্বর: ব‍্যাঙ্ক দেউলিয়া হলে আপনার টাকার কী হবে?

ভবিষ্যতের দিকে তাকিয়ে সকলেই কষ্ট করে উপার্জন করা টাকা সঞ্চয় করতে চান। আর সঞ্চয়ের কথা উঠে আসলেই প্রথমেই ব্যাংকের কথা মনে আসে। আর সেই কারণে দেশের যেকোনও মানুষের কোনও না কোনো ব‍্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে। আর সেখানেই তিনি তার উপার্জন করা টাকা সঞ্চয় করে থাকেন। Savings Account, Recurring Deposit, Fixed Deposit থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কিমে টাকা জমা দেওয়া হয়। এবার যদি সেই ব্যাঙ্কটি কোনও কারণবশত দেউলিয়া হয়ে যায় বা ব্যাঙ্ক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত (If Bank Goes Bankrupt) হওয়ার কারণে ডুবে যায়, তাহলে আপনার জমা টাকার কি হবে?

এই প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু অধিকাংশ মানুষই এই নিয়মটি হয়তো জানেন না। তাই তাদের জেনে নেওয়া প্রয়োজন, ব্যাঙ্কে জমানো টাকা, হঠাৎ ব্যাঙ্ক ডুবে গেলে সেই টাকা কি ফেরত পাওয়া যাবে?

পুজোর আগের মাসে কতদিন ছুটি ব্যাঙ্কে?

যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, বা টাকা জমা রেখেছেন, হঠাৎ কোনও কারণে সেই ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাহলে গ্রাহকদের ওই ব্যাঙ্ক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ফেরত দেবে। এর আগে পর্যন্ত কোনও ব্যাঙ্ক ডুবে গেলে সরকার তার গ্রাহকদের ১ লক্ষ টাকা ফেরৎ দিত। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। যদি দেখা যায়, ওই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম থাকে, তাহলে আপনি সম্পূর্ণ টাকাই ফেরত পাবেন। ধরুন, ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ বা ৪ লক্ষ টাকা জমা থাকে, তাহলে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা ডুবে গেলে সম্পূর্ণ টাকাই ফেরৎ পাওয়া যাবে। আবার যদি আপনার অ্যাকাউন্টে ১০ লক্ষ, ২০ লক্ষ, ৫০ লক্ষ টাকা জমা থাকে তাহলে ব্যাঙ্ক ডুবে গেলেও সর্বোচ্চ ৫ লক্ষ টাকাই ফেরত দেওয়া হবে।

যদি দুটো আলাদা আলাদা ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্টে টাকা জমা করা থাকে, আর দুটি ব্যাঙ্ক যদি একসঙ্গে দেউলিয়া হয়ে যায়, তাহলে ৫ লক্ষ করে দুটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা ফেরত পাবেন। আবার একটি ব্যাঙ্কে যদি দুটি অ্যাকাউন্ট থাকে তাহলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকাই ফেরত পাবেন।

ব‍্যাঙ্ক কথা শুনছে না? অভিযোগ করুন ওম্বুডসম‍্যানে

তবে সরকারি প্রকল্পে জমা করা টাকার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে সরকারি প্রকল্প যেমন PPF প্রকল্পে যদি টাকা জমা থাকে তাহলে তা পুরোপুরি নিরাপদ এবং সুরক্ষিত। কারণ এর গ্যারান্টার পুরোপুরি সরকার। ব্যাঙ্কের FD, RD-র মতো স্কিমে যদি বিনিয়োগ করে থাকেন, আর সেই ব্যাঙ্ক যদি ডুবে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কোনও টাকাই ফেরৎ পাবেন না। একমাত্র সেভিংস অ্যাকাউন্ট বা এই ধরনের কোনও স্কিমে জমা করা টাকার পরিমাণ যদি ৫ লক্ষ টাকার কম হয় তাহলে পুরো টাকা পাবেন। আর যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি ফেরত পাবেন।

এবার কিভাবে জমা করা টাকা ফেরত পাবেন- ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে Deposit Insurance and Credit Guarantee Corporation বা DICGC আপনার টাকা ফেরত দেবে। RBI- এর অধীনে DICGC দেশের সব সরকারি, বেসরকারি এবং গ্রামীণ ব্যাঙ্কগুলি এর অন্তর্গত। তবে সরকারি সমিতিগুলো DICGC-র অধীনে নয়। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়ার ৪৫ দিনের মধ্যে DICGC গ্রাহকদের অ্যাকাউন্টের তদন্ত করে ৪৫ দিনের মধ্যে টাকা ফিরিয়ে দেবে।
আপনার ব্যাঙ্ক DICGC-র অধীনে আছে কিনা তা জানার জন্য DICGC-র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক এর অন্তর্গত কিনা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর