অরূপ পাল,১৩ই  মার্চঃ  একসময় বাংলাই ছিল ভারতীয় ফুটবলের মুখ। এই গ্রামবাংলার অলিতে গলিতে খুঁজে পাওয়া যেত ফুটবল প্রতিভা। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান বাদ দিলেও ছোটখাটো দলগুলোতেও পাওয়া যেত অসাধারণ সব ফুটবলারদের। ভারতীয় ফুটবলে কলকাতা ময়দানে খেলা ফুটবলারদেরই ছিল আধিক্য এবং প্রাধান্য। সেই গৌরবের দিন প্রায় অতীত।  এখন আই লিগ বলুন বা আইএসএল, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চগুলোতে বাঙালি ফুটবলারদের আকাল। অথচ প্রতিভার অভাব নেই বাংলায়। কোন কালেই ছিল না। অভাব রয়েছে তাদেরকে তুলে আনার, তাদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টায়।

বাংলার ফুটবলে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সহায়তায় খড়দহ স্পোর্টস অ্যাকাডেমি আয়োজন করেছিল ‘পরিমল দে ও চিন্ময় চট্টোপাধ্যায় স্মৃতি অনূর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্ট’। সেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। আর খুদে ফুটবল প্রতিভাদের এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হল অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি। খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে হল এই ম্যাচ।

খুদেদের ম্যাচ হলেও তা ছিল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক। কোন দলই প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। আরও গোলের সুযোগ দু’দলের কাছেই এসেছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।টাইব্রেকারে বাজিমাত করলো অ্যাডামাসের ‘অনূর্ধ্ব ১৫’ দল। ৫-৩ গোলে তারা হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব-এর ‘অনূর্ধ্ব ১৫’ দলকে। অ্যাডামসের নিখিল সোনি ম্যাচের সেরার পুরস্কার পায়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পায় মহামেডান স্পোটিং ক্লাবের শম্ভু  নাথ রায়। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির দেব ঝা।

ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, রনজিৎ মুখার্জি, কবীর বসু, শেখ সাহিল এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কলকাতা ময়দানের, বাংলার তথা ভারতের দুই দিকপাল ফুটবলারের নামাঙ্কিত এই টুর্নামেন্টে ক্ষুদে প্রতিভাদের দেখতে দর্শকদেরও উৎসাহ ছিল যথেষ্টই। হতাশ করেনি ফুটবলাররাও। ম্যাচের বিভিন্ন লগ্নে তাদের প্রতিভার বিচ্ছুরণ অবাক করেছে মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলারদেরও, আর কুড়িয়ে নিয়েছে দর্শকদের প্রশংসা। এই খুদেরা কিন্তু বুঝিয়ে দিল উপযুক্ত পরিচর্যা পেলে বাংলার ফুটবল আবারও হয়ে উঠবে মহীরুহ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর