ND vs ENG first Test: Joe Root two catches away from Rahul Dravid’s record 

ব্যুরো নিউজ ২০ জুন: ভারত ও ইংল্যান্ডের মধ্যে হেডিংলেতে শুরু হওয়া প্রথম টেস্টেই এক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ভাঙতে তাঁর আর মাত্র দুটি ক্যাচ প্রয়োজন।

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড় তাঁর বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ১৬৪ ম্যাচে ২১০টি ক্যাচ নিয়েছেন, যা উইকেটরক্ষক নন এমন ফিল্ডারদের মধ্যে বিশ্ব রেকর্ড। অন্যদিকে, ইংল্যান্ডের জো রুট ১৫৩টি টেস্ট খেলে ইতোমধ্যেই ২০৮টি ক্যাচ ধরেছেন।

ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটের খুঁটি: সলি ভাই

আজ থেকে শুরু হওয়া এই টেস্ট সিরিজে রুটের চোখ থাকবে দ্রাবিড়ের এই দীর্ঘদিনের রেকর্ড ভাঙার দিকে। প্রথম টেস্টেই যদি তিনি আর দুটি ক্যাচ নিতে সক্ষম হন, তাহলে তিনি দ্রাবিড়কে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়া নন-উইকেটরক্ষক ফিল্ডার হয়ে যাবেন।

জো রুট বর্তমানে ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১৩,০০০ টেস্ট রান এবং ৩৬টি সেঞ্চুরি সহ তিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর অসাধারণ ফিল্ডিং দক্ষতা বরাবরই দলের জন্য মূল্যবান সংযোজন।

এই প্রথম টেস্টে রুটের ব্যাট এবং ফিল্ডিং উভয়ই ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এই ম্যাচেই কি দ্রাবিড়ের রেকর্ড ভাঙবেন রুট, নাকি তাঁকে আরও অপেক্ষা করতে হবে?

বক্সিং অ্যাকাডেমি খুলে স্বপ্ন পূরণ লভলিনার; ২ কোটি টাকা সহায়তার আশ্বাস অসমের মুখ্যমন্ত্রীর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর