ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: টানা বৃষ্টির জেরে ভেঙে পরলো ‘মোহন্তস্থল’
দুদিনের টানা বৃষ্টির জেরে রাস্তার উপর ভেঙে পরলো আনুমানিক ৩৫০ বছর পুরনো বিশালাকৃতি মন্দির ‘মোহন্তস্থল’। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২৫নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ হোমিওপ্যাথি হাসপাতালের পাশে। এই মন্দিরে রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন দেব-দেবীর পূজো হয়।
নিম্নচাপের কারনে উঃ বঙ্গে লাল সতর্কতা
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ আমলে তৈরী এই ‘মোহন্তস্থল’ মন্দিরটি রক্ষনাবেক্ষনের অভাবে ভগ্নদশায় পরিনত হয়েছিলো। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যেই এই মন্দিরটি ভেঙে পরে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বৃষ্টির রাতে রাস্তায় লোক না থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবী।
ঘটনার খবর পেয়ে বুধবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস। গতকাল রাত থেকেই ওই যায়গায় যাতায়াতের রাস্তা বন্ধ ছিলো। আজ সকাল হতেই রাস্তার উপর থেকে মন্দিরের ভাঙা অংশ সরিয়ে ফেলা হয়। ইভিএম নিউজ