ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃ টয় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১ বৃদ্ধর। ঘটনায় চাঞ্চল্য ছড়াল তিন ধারিয়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ কার্শিয়ং এর অন্তর্গত তিন ধারিয়ার ২০ মাইল এলাকায় দার্জিলিং থেকে এন জে পি যাওয়ার সময় বছর ৭০ এর খড়কা বাহাদুর তামাং ঐ ব্যাক্তি হঠাই ট্রেনের সামনে চলে আসেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত ব্যাক্তির বাড়ি স্থানীয় কোলতে চা বাগানে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
