নতুন করে সেজে উঠছে কলকাতা । তার মূল কারণ জি-২০ সম্মেলনের আসর বসতে চলেছে কলকাতায়। শহরের একাধিক রাস্তা যেমন সেজে উঠেছে, তেমনই সাজিয়ে তোলা হচ্ছে বন্দর এলাকাও। ম্যান অফ ওয়ার জেটি থেকে হাওড়া ব্রিজ অবধি সেজে উঠছে বন্দর। আর ভাসমান বয়া সেজেছে নীল-সাদা রঙে।
বন্দর সূত্রের খবর, পোর্টের বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাতের সংস্কার এবং আলো ও সবুজায়নের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। শহরের সৌন্দর্যায়নে নবান্নের তরফে কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে আগেই। বন্দরের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক কাজ শুরু হয়েছে ।