সৌমেন দত্ত, ২১ ফেব্রুয়ারিঃ দেখতে দেখতে পেরিয়ে গেল, সাত-সাতটাদিন। কিন্তু এখনো খোঁজ পাওয়া গেল না ছেলের। নিউআলিপুরের বাসিন্দা ১৯ বছরের হার্দিক দাসের খোঁজ পেতে, এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর কাছে কাদের আবেদন জানালেন, নিখোঁজ ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের বাবামা।

নিউআলিপুরের বাসিন্দা ওই নিখোঁজ ছাত্রের বাবা হিমাদ্রি দাস পেশায় স্টেট ব্যাংকের আধিকারিক। তিনি ও তাঁর স্ত্রীর দাবি গত মঙ্গলবার সন্ধ্যায় কিছু প্রয়োজনীয় ছবি তোলার কথা বলে, বাড়ি থেকে বেরিয়েছিল হার্দিক।পরদিন দুপুর পৌনে তিনটা নাগাদ মাকে শেষবার মোবাইলে কয়েকটি ভিডিও পোস্ট করেছিল হার্দিক। সেই পোস্ট আর ভিডিও বেহালা থানায় দাখিল করেন, নিখোঁজ ছাত্রের মা বাবা। মোবাইলে টাওয়ার লোকেশন পরীক্ষা করে জানা যায়, ওই সময় সে উত্তর কলকাতার পাইকপাড়ার ইন্দ্র বিশ্বাস রোডে ছিল। সেইমতো গত বুধবার থেকে দমদম আর কলকাতা স্টেশন সহ লালবাজার এবং সংশ্লিষ্ট একাধিক থানায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন, হার্দিকের মা বাবা। অবশেষে ছেলে কোনও সূত্র না পেয়ে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে, নিজেদের একমাত্র ছেলেকে খুঁজে দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে বার্তা দিলেন, নিউআলিপুরের ওই অসহায় দম্পতি।

ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা। যদিও অসহায় মা-বাবার সেসব নিয়ে কোনও মাথাব্যথা নেই। তাঁদের একটাই আর্তি। কেউ ছেলের খোঁজ এনে দিক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর