তীব্র ভূমিকম্পের জেরে লন্ডভন্ড চিন । মৃত্য হয়েছে কমপক্ষে ৪৬ জনের।সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৫২ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিন ।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮।

সূত্রের খবর , ভূমিকম্পের উৎসস্থল ছিল সিচুয়ান প্রদেশে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এক ঘণ্টার মধ্যে ৭ বার কেঁপে ওঠে সিচুয়ান প্রদেশ । তীব্র কম্পনের ফলে পার্বত্য এলাকায় জায়গায় জায়গায় ধস নেমেছে। নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় গত সপ্তাহেই সিচুয়ান প্রদেশে কড়া বিধিনিষেধ জারি করা হয়। বাড়ির বাইরে বেরনো বন্ধ ছিল নাগরিকদের। তাতেও মৃত্যু হয়েছে প্রায় ৪৬ জনের । কিন্তু সেই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ধ্বংস স্তূপের তলায় অনেকেই আটকে রয়েছে ।

সিচুয়ান প্রদেশের চেংদু শহরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। তার সংলগ্ন চোংকিং মেগাসিটিতেও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। ধস নেমে বন্ধ রাস্তাঘাট। টেলিফোন থেকে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন । ওই এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বাস। সেখানে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত।

চিন সরকার জানিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংদু শহরের ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুদিং পার্বত্য এলাকায় ভূমিকম্পের উৎপত্তি। তাতে ইয়াং এলাকায় ১৯ জনের মৃত্যু হয়েছে। গাংচিতে মারা গিয়ছেন ২৯ জন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর