ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ প্রাক কোভিড এবং কোভিড পরবর্তী ভারতের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ,একবিংশ শতাব্দীর ভারতের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের স্বনির্ভর হয়ে উঠতে হবে। দেশকে আর্থ-সামাজিক দিক থেকে স্বনির্ভর করে তুলতে হবে আর সেই কারণেই আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। আমদানি কমিয়ে এনে দেশীয় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রফতানি বাড়িয়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। । এবার সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভারতে সর্ব প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে তৈরি হতে চলেছে ভারতীয় সেনার নয়া রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল।
এখনও পর্যন্ত সমরাস্ত্র ও সরঞ্জামের তৈরির ক্ষেত্রে ভারতকে অন্যান্য বন্ধু দেশগুলির ওপরেই নির্ভর করতে হয়। বিদেশ থেকে অস্ত্র আমদানি ধীরে ধীরে কমিয়ে এনে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে জোর দিয়ে শক্তিশালী ভারত গড়বার লক্ষেই এই নয়া রেজিমেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে ভারতীয় বায়ু সেনা।
মূলত ভারত-চিন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা তৈরি করাই পূর্বাঞ্চলীয় সেনার অধীনে থাকা এই রেজিমেন্টের মুখ্য উদ্দেশ্য। এই সিস্টেমটির আধুনিক নাম অভ্র অয়েপন সিস্টেম। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে আকার ধারণ করেছে , তাতে করে ভারতীয় সেনার এই উদ্যোগ ভারত- চিন সীমান্তে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।