ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ বেশকিছু দিন আগেই বাজেট পেশ করেছে সরকার। তার ধাক্কায় হিমশিম খাচ্ছে আমজনতা। এরই মধ্যে ফের এক ধাক্কায় দাম বাড়ল গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের । সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৫০ টাকা করে। কলকাতা সহ সমস্থ রাজ্যেই দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের । গার্হস্থ্য সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। ফলে মার্চ মাসের শুরুতেই ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে সাধারণ মানুষের পকেট থেকে খরচ হবে প্রায় ১১২৯ টাকা। অর্থাৎ পূর্বের দামের(১০৭৯) থেকে ৫০ টাকা বেশি।

গত এক বছর পর এই প্রথম কলকাতায় বাড়ল এলপিজি গ্যাসের দাম। অন্যদিকে বিনিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৩৫২ টাকা। ফলে হোটেল ব্যবসায়ীদের ১৯ কেজি সিলিন্ডারের জন্য দিতে হবে ২২১ দশমিক ৫০ টাকা।পাশাপাশি কলকাতা ছাড়া মুম্বইয়ে সিলিন্ডারের দাম বেড়েছে ১১০২ টাকা, চেন্নাইতে দাম বেড়ে ১১১৮ টাকা। সবকিছুর নিরিখে এইটাই দেখা গিয়েছে, কলকাতাতেই সব থেকে বৃদ্ধি পেয়েছে এলপিজি সিলিন্ডারের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর