গজরাজের গোঁসায় ত্রাহি ত্রাহি অবস্থা মানুষ থেকে ফসলের। তাঁদের তাণ্ডবে অতিষ্ঠ বাঁকুড়াবাসী। সোনামুখি ও বেলিয়াতোড় জঙ্গল সহ গোটা জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ৮৮টি বুনো হাতির পাল। সোনামুখিতে এই হাতির পালকেই তাড়াতে গিয়েই গুরুতর জখম হন হুলা পার্টির দুই সদস্য। ইতিমধ্যেই তাঁরা বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে খবর, বড়জোড়া, সোনামুখি, বেলিয়াতোড় সহ জঙ্গল সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে এই ৮৮টি হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে। আর এই হাতির পালের তাণ্ডবে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ফসল। বসত বাড়িও ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে গজরাজকুল। আর সোমবার সোনামুখির ধামসিমলা পঞ্চায়েতের ইন্দকাটার জঙ্গলে ২২ টি হাতির দলকে সরাতে গিয়ে আহত হন হুলা পার্টির দুই সদস্য। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর