ইভিএম নিউজ ব্যুরো, ১৪ এপ্রিলঃ কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ২টি পর্বে আয়োজন করা হল মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য একটি শিবির । শুক্রবার জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত হয় এই প্রশিক্ষণ শিবির। এদিনের এই শিবিরে অংশ নেন চারশো জন মহিলা।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে সংশাপত্র ও পুরস্কার প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি নর্থ বেঙ্গল অজয় কুমার, কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।