ইভিএম নিউজ ব্যুরো, ২১ শে ফেব্রুয়ারিঃ চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে পর পর দুটি টেস্টে হারের পর ইতিমধ্যেই পর্যুদস্ত গোটা অসি শিবির। দিল্লি টেস্টে হারের পর পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। এবার দুর্বল শারীরিক সক্ষমতার কারণ দেখিয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার জশ হ্যাজেলউড। এ যেন গোদের ওপর বিষফোঁড়া।
এছাড়াও সমস্যা রয়েছে ম্যাট রেনশ, অ্যাশটন এগার ও ডেভিড ওয়ার্নারের। দলের শোচনীয় অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন অসি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। হতাশ অ্যান্ড্রুর কথায়, “ আমরা ভারতের ক্ষমতা বুঝতে ভুল করেছি এবং আমাদের দল সম্পূর্ণ ফ্লপ হয়েছে”। ইন্দোর টেস্টে হারের পর ক্যাঙ্গারুদের কোচ বলেছিলেন, “আমাদের সামনের কৌশলটি ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে, যাতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি”।
জন্মলগ্ন থেকেই বিশ্ব ক্রিকেটে রাজ করা অস্ট্রেলিয় খেলোয়াড়দের মধ্যে যে হার না মানা মানসিকতা ছিল তা হঠাতই উধাও হয়ে যাওয়ায় অবাক বিশ্ব ক্রিকেট মহল।সিরিজ জয়ের আশা হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া দলকে শেষ কবে এমন অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন পরিসংখ্যান ঘাঁটতে বসেছেন ক্রিকেট প্রেমীরা।