সুরার নেশা সর্বনাশা। এতোদিনে এই প্রবাদকে পুরোদস্তুর মান‍্যতা দিতে চলেছে নগরের পুলিশ প্রশাসন। ২৫ ডিসেম্বর থেকে বর্ষবরণের রাত, কোটি কোটি টাকার সুরার ব‍্যবসা হয়েছে। কিন্তু এই ফস্কা গেরোর মাঝেই বজ্র আঁটুনিতে নামছে পুলিশ। বেপরোয়াভাবে গাড়ির গতি তুলে দুর্ঘটনা এড়াতে এবার পানশালা থেকে বেরলেই সংশ্লিষ্ট ব‍্যক্তিদের ব্রিদ অ‍্যানালাইজারের মুখে পড়তে হবে। শুধু তাই নয়, এবার থেকে পানশালায় ব্রিদ অ‍্যানালাইজার রাখা বাধ‍্যতামূলক হতে চলেছে। লালবাজারের তরফে যুগ্ম কমিশনার (সদর)-এর এই নির্দেশ ইতিমধ্যেই শহরের বিভিন্ন পানশালায় পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই নির্দেশ নিয়ে ক্ষুব্ধ পানশালার মালিকরা। ব্রিদ অ‍্যানালাইজারে সীমা অতিক্রম করলেই সংশ্লিষ্ট ব‍্যক্তির দায় নিতে হবে পানশালাকে। এইখানেই আপত্তি পানশালার মালিকদের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর