শীতের ভরা মরশুমে পর্যটক শূন্য ময়নাগুড়ির খুকশিয়া উদ্যান। এক দশকের একটু বেশি সময় আগেও এই পার্ক ছিল স্থানীয় এবং দূরদূরান্তের এক অন্যতম আকর্ষণ। কিন্তু কালের যাত্রায় পার্কের জৌলুশ ফিকে হতে শুরু করে। যে পার্কে ছিল মিউজিক্যাল ফোয়ারা, প্যাডেল বোট, বাচ্চাদের খেলার নানা সামগ্রী ,রঙ্গিন মাছের সমাহার। এখানে ৮ থেকে ৮০ তখন ভিড় জমাতেন সারাদিন। কিন্তু এই শীতে ওই পার্কের করুন অবস্থা। দেখভালের অভাবে সেইদিনের আকর্ষণ আজ একেবারেই বিবর্ণ । খাঁ খাঁ করছে গোটা উদ্যানটি ।
২০০২ সালে বাম আমলে এই খুকসিয়া পার্ক তৈরি হয়েছিল । অভিযোগ উঠেছে চরম অবহেলার কারণেই আজ পার্কটির এমন বেহাল দশা । এছাড়াও খুকশিয়া পার্কে কাঠের সেতুও ছিল। বর্তমানে সেই সেতু ভগ্ন প্রায়। টেন্ডারের মাধ্যমে খুকশিয়া উদ্যানের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। যিনি পার্কের মধ্যে ক্যান্টিন চালান তিনিও চরম আর্থিক সংকটের মুখে বলে জানা যায় ।
জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি কোচবিহার থেকেও প্রচুর লোকজন আসতেন খুকশিয়া পার্কে । সরস্বতী পুজোর দিন বসতো মেলা। সেই মেলাও বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে এই পার্কটি রয়েছে খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে। খাগড়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রায় জানান, এই পার্কটিকে সাজিয়ে তোলার জন্য তাঁরা যথেষ্ট চেষ্টা করছেন।কিন্তু অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে এই পার্কের কেন এমন বেহাল অবস্থা । এক সময় প্রচুর লোকজন আসায় পার্ক সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল বেশ কিছু দোকান। এলাকার বেশ কিছু মানুষ দোকান খুলে সংসার চালাতেন । ধীরে ধীরে সেই দোকানগুলিও বন্ধ হয়ে গিয়েছে। এখন পার্ক খোলা থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু দেখা মেলে না দর্শনার্থীরা । শুনশান হয়ে রয়েছে পার্কটি ।