ব্যুরো নিউজ, ১২ নভেম্বর: একক উদ্যোগে শীতবস্ত্র দান
খুব একটা শীত এখনো পড়েনি। তবে তাপমাত্রা একটু নেমেছে। দুএকদিনের মধ্যে হয়তো জাঁকিয়ে শীত পড়বে।
দীপাবলির শুভেচ্ছা বার্তা রাজ্যপালের
তবে হাতে গোনা কিছু সহৃদয় মানুষ আছেন যারা গরীবদের কথা আজও ভাবেন। সমাজের ব্যতিক্রমী মানুষ বীরভূম জেলার কাঁকড়তলা থানার জামালপুর নবসনের বাসিন্দা নিতাই সুত্রধর।সারাবছর নানান সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। এলাকায় যথেষ্ট সুনামও রয়েছে তার।
শনিবার নবসন গ্রামের ভৈরবনাথের পুজো ৩৬ বছরে পদার্পণ করলো। পুজোর প্রাক্কালে নিতাই বাবুর একক উদ্যোগে প্রায় ৬০ জন দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। শীতের হাত থেকে বাঁচতে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দুঃস্থরা। দুঃস্থরা দুহাত তুলে আশীর্বাদ করলেন খুব ভালো থাকুক আমাদের নিতাই, আরও বড় হোক।
উপস্থিত ছিলেন উদ্যোক্তা নিতাই সুত্রধর,সমাজসেবক দামোদর শীল,শচীনন্দন গড়াঁই, রবীন সুত্রধর সহ বহু বিশিষ্টজনেরা দুঃস্থরা ও সাধারন মানুষেরা। ইভিএম নিউজ