বঙ্গে শিক্ষা নিয়ে ডামাডোলের মাঝেই এবার রাজভবনে বৈঠকের ডাক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতরের আইন মেনেই মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে আসার জন্য আগেই আগ্রহ দেখিয়েছেন তিনি । বুধবার সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হবে। ফলে অনেক আগে থেকেই উচ্চশিক্ষা দফতরের তরফে উপাচার্যদের ই -মেল পাঠানো হয়েছে বৈঠকে যোগ দেওয়ার জন্য । রাজ্যপাল ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিবও। উচ্চশিক্ষা দফতরের আইন সংশোধনী অনুযায়ী উপাচার্যদের জন্য বৈঠকে বসতে হলে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই রাজভবনকে বলতে হবে। সেই নিয়ম মেনেই রাজ্যপাল এই বৈঠকে বসতে চলেছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের অধিকাংশ মাথারাই জেলে। সেই আবহে রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে ব্রাত্য বসুর উপস্থিতিতে উপাচার্যদের সঙ্গে ঠিক কি আলোচনা করবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে কি নতুন রাজ্যপাল ধীরে ধীরে কড়া মনোভাব নিতে চলেছেন? এর উত্তর পাওয়া যাবে বুধবারের বৈঠক শেষেই ।
