ইভিএম নিউজ,ব্যুরো রিপোর্ট ২৫ ফেব্রুয়ারিঃ “যেখানে নিশীথ প্রামাণিক আসবে সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে”। প্রাক্তন সতীর্থ তথা বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, দিন কয়েক আগে দলীয়কর্মীদের এই ভাষাতেই ভোকাল টনিক দিয়েছিলেন, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যিনি কিনা রাজ্যের মন্ত্রীও বটে। আর নেতা তথা মন্ত্রী যখন বলেছেন, তখন সেই নির্দেশ পালনের ত্রুটি রাখলো না, একদল তৃণমূলকর্মী।

শনিবার দুপুরে নিজের জেলা তথা লোকসভা কেন্দ্রে হাজির হলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক। আর দলীয় বিধায়ক তথা মন্ত্রী নির্দেশে সেখানে আগে থেকেই জড় হয়ে থাকা তৃণমূল কর্মীরা, কেন্দ্রীয় মন্ত্রীকে দেখালো কালো পতাকা। মুহূর্তে ছড়িয়ে পড়ল উত্তেজনা। বিজেপি বনাম তৃণমূলের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল, দিনহাটার বুড়িরহাট এলাকা। শাসকদলের একদল মুখ ঢাকা কর্মীর ছোঁড়া ইটের আঘাতে খানখান হয়ে গেল, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাচ। মন্ত্রীর অভিযোগ, যারা এই হামলা করল, তাদের নিরস্ত করার চেষ্টা না করে, জেলা পুলিশ উলটে, নিশীথ প্রামাণিক ও তার সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মীদেরকেই কার্যত নড়াচাড়া করতে দেয়নি। এমনকি সংঘর্ষের সময় বোমার আওয়াজও পাওয়া যায় বলে বিজেপির অভিযোগ।

ঘটনার অভিঘাত মুহূর্তে ছড়িয়ে পড়ে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে প্রায় গোটা রাজ্যে। শুরু হয়ে যায় শাসক বনাম বিরোধী রাজনৈতিক বাগযুদ্ধ। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুঁড়ে কোনক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে, বুড়িরহাট সহ গোটা কোচবিহার জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর