ইভিএম নিউজ, ৪ মার্চঃ বাড়িতে বসেই রমরমিয়ে চলছিল জাল নোটের কারবার। বেশ ভালোই চলছিল ব্যবসা। বাধ সাধল পুলিশ। গোপন সুত্র মারফৎ খবর পেয়ে সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তাতেই মেলে সাফল্য। ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। জেরায় ওই যুবক পুলিশকে জানিয়েছে যে জাল নোট তৈরির কায়দাকানুন সে রপ্ত করেছে ইউটিউব দেখে।

মহারাষ্ট্রের জলগাঁওয়ের কুসুম্বা গ্রামে এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা ওই যুবক বাড়িতে বসেই চালাত জাল নোটের কারবার। আর সেই খবর পেয়েই বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। নোট ছাপানোর সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ। পুলিশি জেরায় সে বলে, ইউটিউব ভিডিও দেখে নোট ছাপানো সেখে সে। আর তাই নিজেই বাড়িতে একটি প্রিন্টিং ইউনিট খুলে নোট ছাপানর কাজ করএকা নয়ত সে। সেই নোট আসল টাকার ৫০ হাজার টাকায় বিক্রি করেছে সে।

পুলিশ সুত্রের খবর, এই কারবারে ওই যুবক একা নয়, তার সাথে বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। তবে এখনও অবধি কারোর খোঁজ পাওয়া যায়নি। ওই যুবকের বিরুদ্ধে ৪৮৯ এ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা জারি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক  আগামী ৯ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর