ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর অন্তত তিন হাজার সমর্থক দেশের কংগ্রেস, রাষ্ট্রপতির প্রাসাদ এবং সুপ্রিমকোর্টে জমায়েত হয়ে তুমুল বিক্ষোভ গড়ে তোলে। রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিল্ভা গত বছর এই বোলসোনারোকে হারিয়ে ছিলেন। তারপর থেকেই তিনি এবং তাঁর সমর্থকরা লুলার বিরোধিতায় নেমেছিলেন। কিন্তু রবিবারের ঘটনা ছিল স্বহিংস। লুলার বিরুদ্ধে বিক্ষোভের সময় লুলার বাসভবনে চড়াও হয়ে সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায়। জাতি সঙ্ঘের মহা সচিব আন্তোনিয় গুতেরেস হামলার নিন্দা করে বলেছেন, প্রতিষ্ঠানকে সম্মান দিতে হবে। ব্রাজিল একটি গণতান্ত্রিক দেশ। বিক্ষোভ হতেই পারে কিন্তু তার রূপটা এমন হওয়া কখনোই সমীচিন নয় বলে জানান গুতেরেস। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে গুলি চালাতে হয় সেনাকে।