ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর:  অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা আইনজীবীর

গতকাল বিকালে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবী। গতাকাল সন্ধ্যাতেই চারু মার্কেট থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মহালয়ায় লেক গার্ডেন্স থেকে নাগেরবাজারে যাওয়ার কথা ছিল আইনজীবীর। সে কারণে অ্যাপ ক্যাব বুক করেন তিনি। গাড়িতে ওঠার পর দেখেন এসি বন্ধ, এমনকি জানলাও বন্ধ। এসি চালাতে বলেন। অভিযোগ, চালক কুপ্রস্তাব দেয় তাঁকে। পাশের আসনে বসার প্রস্তাব দেয়। তাতেই কথা কাটাকাটি শুরু হয়। ১০০ নম্বরে ফোন করতে থাকেন তিনি।

 

সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যমৃত্যু!

 

সেই সময় তাঁকে অ্যাপ ক্যাব চালক বাঁধা দেওয়ার চেষ্টা করে বলে জানান আইনজীবী। বাধ্য হয়ে চলন্ত অবস্থায় অ্যাপ ক্যাব থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনায় লেক গার্ডেন্স ব্রিজের কাছে পুলিশ জড়ো হয়ে যায়। অ্যাপ ক্যাব চালককে হাতেনাতে গ্রেফতার করে। এরপর চারু মার্কেট থানায় এফআইআর দায়ের করেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এরপরই আবার গতকাল রাতে তথ্যপ্রমাণ থাকার পর ভারতীয় দণ্ডবিধির 41A এর নোটিসে অভিযুক্তকে ছেড়ে দেয় চারুমার্কেট থানার পুলিশ। তাই এখন থেকেই বেশ আতঙ্কে আছেন কলকাতা হাইকোর্টের ওই মহিলা আইনজীবী। এইভাবে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার কারণে আজ রবিবার দুপুর আড়াটের সময় আরও বড় পদক্ষেপ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের ওই মহিলা আইনজীবী। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর